রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে বাংলাদেশ কে হারিয়ে দেওয়ায় ভারত ও নিউজিল্যান্ড টুর্নামেন্টের সেমি ফাইনালে পৌঁছেছে। জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৬ ওভার এক বলে পাঁচ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। রাচীন রবীন্দ্র ১১২, টম লাথাম ৫৫ রান করেন।
টসে জিতে নিউজিল্যান্ড, বাংলাদেশ কে ব্যাট করতে পাঠায়। বাংলাদেশ ৯ উইকেটে করেছিল ২৩৬ রান ।অধিনায়ক নাজমূল হোসেন শান্ত ৭৭, জাকের আলি ৪৫ রান করেছেন। নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল চারটি উইকেট নিয়েছেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। গ্ৰুপ এ তে থাকা ভারত ও নিউজিল্যান্ড দুই দলই তাঁদের খেলা প্রথম দুটি ম্যাচ জিতেছে। অন্যদিকে, একই গ্রূপে থাকা আয়োজক পাকিস্তান ও বাংলাদেশ তাদের খেলা দুটি ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে।
Site Admin | February 25, 2025 11:51 AM
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে বাংলাদেশ কে হারিয়ে দেওয়ায় ভারত ও নিউজিল্যান্ড টুর্নামেন্টের সেমি ফাইনালে পৌঁছেছে
