রাঁচির বীরসা মুন্ডা স্টেডিয়ামে আগামী ৩ থেকে ৫ই মে চতুর্থ দক্ষিণ এশিয়ো সিনিয়র এথেলেটিক্স চ্যাম্পিয়ানশিপ্স অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভূটান এবং মালদ্বীপের প্রতিযোগিরা যোগ দেবেন। এই প্রতিযোগিতাটি গত অক্টোবর মাসে হবার কথা ছিল। এর আগে ২০০৮ সালে ভারতে দক্ষিণ এশিয়ো সিনিয়র এথেলেটিক্স চ্যাম্পিয়ানশিপ্স অনুষ্ঠিত হয়।
Site Admin | February 15, 2025 4:45 PM
রাঁচির বীরসা মুন্ডা স্টেডিয়ামে আগামী ৩ থেকে ৫ই মে চতুর্থ দক্ষিণ এশিয়ো সিনিয়র এথেলেটিক্স চ্যাম্পিয়ানশিপ্স অনুষ্ঠিত হবে।
