মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 16, 2024 6:04 PM

printer

ডিএ ও রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার।

২০২৫-‘২৬ মরশুমে রবি শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ালো কেন্দ্রীয় সরকার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিততে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, সরষে ও রেপসিডের সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৩০০ টাকা, মসুর ডাল ২৭৫ টাকা, গম ১৫০ টাকা বাড়ানো হয়েছে। 

দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করল সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই মহার্ঘভাতা বৃদ্ধির ফলে ৪৯ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৪ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে।

কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্তে, সরকার ২০২৫-২৬ সালের রবি বিপণন মরশুমে ৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিজ্ঞপ্তি জারি করেছে।

উত্তরপ্রদেশে গঙ্গার ওপর একটি নতুন রেল কাম রোড ব্রিজ নির্মাণ ও বারাণসি থেকে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মাল্টি ট্রাকিং প্রকল্পের নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য ২৬৪২ কোটি টাকা খরচ হতে পারে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন