রকেট লঞ্চ প্যাডে শেষ মুহূর্তে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের নির্ধারিত ফ্লাইট এর সূচি স্থগিত করে দিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল মহাকাশ স্টেশনে চারজন পরিবর্ত মহাকাশচারীকে পাঠানো এবং নির্দিষ্ট মেয়াদের পর দীর্ঘ সময় থেকে যাওয়া মার্কিন নভশ্চর বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামসকে ফিরিয়ে নিয়ে আসা।
২০২৪ এর ৫ই জুন বোয়িং স্টারলাইনার নামক মহাকাশযানে ৮ দিনের সফর সূচীতে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ উইলমোর । কিন্তু যাওয়ার সময় মহাকাশযানটিতে বেশ কিছু ত্রুটি ধরা পড়ায় তাঁদের আর ফিরে আসা সম্ভব হয়নি। আটকে পড়েন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। নয় মাস ধরে তাঁরা সেখানে রয়েছেন।