মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 11, 2025 10:42 AM

printer

যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মচ্যুত শিক্ষক – অশিক্ষক কর্মীরা কলকাতায় মহা মিছিলের ডাক দেন

সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক – অশিক্ষক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে গতকাল কলকাতা শহর কার্যত অবরুদ্ধ হয়ে যায়। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মচ্যুত শিক্ষক – অশিক্ষক কর্মীরা কলকাতায় মহা মিছিলের ডাক দেন। রাতে বৃষ্টিকে উপেক্ষা করে সল্টলেকের বিকাশভবনের সামনে চাকরিচ্যুতরা অবস্হান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অনশনে বসেছেন দুজন। দ্রুত OMR শিটের মিরর কপি প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে।

বিজেপি সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়  গতকাল অবস্হানরতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলী প্রমুখ। এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও কথা বলেন অবস্হানরতদের সঙ্গে। পরে তারা SSC দফতরেও যান।

বিভিন্ন রাজনৈতিক দলও গতকাল কলকাতা জুড়ে মিছিল করেছে। বিজেপি কসবায় চাকরিহারাদের উপর পুলিশি বলপ্রয়োগের তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, নিজেদের পাপমুক্ত করতেই এতগুলি মানুষের সর্বনাশ করেছে মমতা ব্যানার্জীর সরকার।

সরকারের সংগঠিত অপরাধের কারনেই যোগ্যরা বঞ্চিত বলে CPIM অভিযোগ করেছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, SSC-র কাছে OMR থাকলে তা অবিলম্বে প্রকাশ করা দরকার।

মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মিরা DI অফিস গিয়েছিলেন কেন সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী তথা  ফিরহাদ হাকিম।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন