যোগাযোগ মন্ত্রক জানিয়েছে গত দু’মাসে ভারতীয় নম্বর থেকে আন্তর্জাতিক কল এর মাধ্যমে প্রতারণার ঘটনা ৯০ শতাংশ কমেছে। গত বাইশে অক্টোবর প্রতারণামূলক আন্তর্জাতিক ইনকামিং কল প্রতিরোধ ব্যবস্থা চালু হওয়ার পর এ ধরনের প্রতারণার কল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। চলতি মাসে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ভুয়ো কল হিসেবে চিহ্নিত এবং সেগুলি ব্লক করার সংখ্যা, অক্টোবরে এক কোটি 35 লক্ষ থেকে কমে বর্তমানে ৬ লক্ষে দাঁড়িয়েছে।
মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে, এই ব্যবস্থা, বিদেশ থেকে ফোন কলের মাধ্যমে চালানো সাইবার অপরাধের বিষয় যে সাফল্যের সঙ্গে সামালাতে পেরেছে, সাম্প্রতিক রিপোর্টে তার ইঙ্গিত পাওয়া গেছে। অপরিচিত আন্তর্জাতিক নম্বর যেগুলি +91 দিয়ে শুরু হচ্ছে না এবং সরকারি কর্তৃপক্ষের কল বলে দাবি করা হচ্ছে, সেই সব ফোন কলে সাড়া দেওয়ার ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে টেলি যোগাযোগ দপ্তর। এ ধরনের ভুয়ো কল সম্পর্কে সঞ্চার সাথি পোর্টালে রিপোর্ট করতে নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে। যারা ইতোমধ্যে সাইবার অপরাধের শিকার হয়ে টাকা-পয়সা খুইয়েছেন তাদের অবিলম্বে এ ধরনের ঘটনা সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930 তে বা www.cybercrime.gov.in, এই ওয়েবসাইটে অবিলম্বে অভিযোগ জানাতে বলেছে মন্ত্রক।