যে কোনো আয়ের ৭০ উর্ধ্ব নাগরিক এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মন্ত্রিসভার বৈঠকের পর গত সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,প্রবীণ নাগরিকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। দেশের প্রায় সাড়ে চার কোটি পরিবার এবং প্রায় ৬ কোটি প্রবীণ নাগরিক এই কর্মসূচির আওতায় আসবেন।
এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের একটি নতুন পৃথক কার্ড কার্ড দেওয়া হবে। ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিক যাঁরা ইতমধ্যেই কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প, প্রাক্তন সেনাকর্মী কন্ট্রিবিউটরি হেলথস্কিম, আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের মতো অন্যান্য জনস্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান তাঁদেরকে দুটোর মধ্যে একটি প্রকল্প বেছে নিতে হবে।