যুবা সম্প্রদায়ের তামাক সেবন রুখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যৌথভাবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের চিঠি দিয়ে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশিকা এবং ম্যানুয়াল কার্যকর করার জন্যও পরামর্শ জারি করেছে।
তামাকের নেশার বিপদ থেকে তরুণদের রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপরও এই পরামর্শে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।