যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় দোষী সাব্যস্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের ছাড়পত্র দিয়েছে। এর আগে রানা, আদালতে এই রায় পূণর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করে।ভারতের পক্ষ থেকে,২০০৮ সালে মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী,পাকিস্থান বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে এদেশের হাতে প্রত্যর্পণের দাবি জানানো হয়। এই হামলায় ১৬০ জনের মৃত্যু হয়েছিল।মুম্বাই সন্ত্রাসবাদী হামলার মূল অভিযুক্ত,পাকিস্থান-আমেরিকা সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রানার প্রত্যক্ষ যোগাযোগ ছিল।
ভারতে প্রত্যর্পণের আদেশের বিরুদ্ধে আমেরিকার নিম্ন আদালতগুলিতে সব আইনি লড়াইয়ে পরাজিত হওয়ার পর,রানা গত ১৩ ই নভেম্বর সেদেশের সর্বোচ্চ আদালতে শেষ আইনি প্রচেষ্টা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার শপথ নেওয়ার পরের দিন,গত ২১ তারিখ আদালত সেই আবেদনও খারিজ করে দেয়।
উল্লেখ্য ৬৪ বছরের রানা,বর্তমানে লস এঞ্জেলসের সংশোধনাগারে আটক রয়েছে।