আগামীকাল বড়দিন। যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের মানুষজন আনন্দ উৎসবে মেতে উঠেছেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এটি এক বিশেষ উৎসব।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বড়দিনের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। যীশু খ্রিস্টের শিক্ষার প্রাসঙ্গিকতা উল্লেখ করে তিনি মানুষের মনে সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্বের কথাও তুলে ধরেন।
ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে মিজোরামের বিভিন্ন গির্জা, রাস্তাঘাট ও শহর। দুদিন ধরে সেখানে বড়দিনের উৎসব চলবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার বড়দিনের শুভেচ্ছা বার্তায় মধ্যপ্রাচ্যের শান্তি ও প্রতিটি মানুষের উন্নত ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম উৎসব বার্তায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের আশা প্রকাশ করেছেন ।