যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত পয়লা মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে কি ঘটেছিল, সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেবার জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে ঐদিন কোনোরকম গাফিলতি ছিল কিনা, তা’ খতিয়ে দেখতে হবে। কোনো সাংবিধানিক কর্তৃপক্ষের অত্যন্ত কাছে কিভাবে এতো জমায়েত হতে পারে, তা’ নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি ঘোষ বলেন, ঐ ভিড় সম্পর্কে গোয়েন্দাদের কাছে খবর না থাকলে, আগামীদিনে পরিস্থিতি প্রতিবেশী দেশের মতো হবে। বিভিন্ন অভিযোগে পুলিশী নিষ্ক্রীয়তার বিরুদ্ধে কিছু পড়ুয়ার দায়ের করার পিটিশনের শুনানিতে বিচারপতি বলেন, পশ্চিমবঙ্গের অন্য কোথাও যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা’ লক্ষ রাখতে হবে। মামলাকারীদের আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, বিচারপতি তাঁর পর্যবেক্ষণে রাষ্ট্রকে রাষ্ট্রের মতই কাজ করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, যাদবপুরে গত শনিবার বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তির পর শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তর এখন থেকে তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেবে। এতদিন তিনি ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন।