মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 5, 2025 5:35 PM

printer

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত পয়লা মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে কি ঘটেছিল, সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেবার জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত পয়লা মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে কি ঘটেছিল, সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেবার জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে ঐদিন কোনোরকম
গাফিলতি ছিল কিনা, তা’ খতিয়ে দেখতে হবে। কোনো সাংবিধানিক কর্তৃপক্ষের অত্যন্ত কাছে কিভাবে এতো জমায়েত হতে পারে, তা’ নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি ঘোষ বলেন, ঐ ভিড় সম্পর্কে গোয়েন্দাদের কাছে খবর না থাকলে, আগামীদিনে পরিস্থিতি প্রতিবেশী দেশের মতো হবে। বিভিন্ন অভিযোগে পুলিশী নিষ্ক্রীয়তার বিরুদ্ধে কিছু পড়ুয়ার দায়ের করার পিটিশনের শুনানিতে বিচারপতি বলেন, পশ্চিমবঙ্গের অন্য কোথাও যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা’ লক্ষ রাখতে হবে। পয়লা মার্চের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত জানালে, আদালত আগামী ১২ তারিখের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছে। মামলাকারীদের পক্ষের আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, আহত ছাত্রের ইমেলের ভিত্তিতে পুলিশ এখনো কোনো মামলা দায়ের করেনি। এরপরই আদালত আজকের মধ্যে মামলা রুজু করার জন্য পুলিশকে নির্দেশ দেয়। গোটা ঘটনায় পুলিশী ব্যর্থতাকেই দায়ী করা হয়েছে।
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত হঠাৎ’ই আজ অসুস্থ হয়ে পড়েছেন। উচ্চরক্তচাপ জনিত সমস্যার জন্য তাঁকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে বিক্ষোভরত পড়ুয়ারা আজ বিকেল চারটের মধ্যে তাদের সঙ্গে উপাচার্যের কথা বলার যে সময়সীমা দিয়েছিল, তা’ বাস্তবায়িত হয়নি। উপাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে SFI, তাঁর বদলে যাদবপুরের সহ উপাচার্য, রেজিস্ট্রারের মতো অন্য উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে সদর্থক আলোচনা শুরু করার দাবী জানায়। তা’ না হলে, আন্দোলন দ্বিগুণ শক্তিতে বাড়বে বলে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কমিটির সভাপতি তমলীনা ঘোষ ও সম্পাদক শৈর্য্য দীপ্ত রায় এক বিবৃতিতে জানিয়েছেন।
অন্যদিকে, শিক্ষা প্রাঙ্গণে শান্তি ফেরানোর দাবীতে অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসের মধ্যেই ধর্নায় বসেছেন পড়ুয়ারা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন