যাত্রীদের আরামদায়ক ও সুবিধাজনক ভ্রমণের জন্য রেলের তরফে দেওয়া প্রতিশ্রুতি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের DRM দীপক নিগম ডিভিশনের কর্মীদের কাছে পুনর্ব্যক্ত করেছেন। শিয়ালদার রবীন্দ্র সভা কক্ষে গতকাল ১৩৯ তম Divisional Railway Users Consultative Committee DRUCC মিটিংয়ে গতকাল পৌরহিত্য করে শ্রী নিগম একথা বলেন। বৈঠকে ইতিমধ্যে ডিভিশনের বিভিন্ন সাফল্য, চলতে থাকা উন্নয়ন মূলক প্রকল্প এবং যাত্রী সম্পর্কিত বিষয় গুলি বিশেষত যাত্রীদের সুযোগ সুবিধা বর্ধন, পরিকাঠামো আপগ্রেড, নতুন পরিষেবা, নিরাপদ ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অমৃত ভারত প্রকল্পে বিভিন্ন কাজের অগ্রগতি, EMU ট্রেনের ৯ থেকে ১২ বগিতে রূপান্তর, মহিলাদের জন্য ৩ টি সংরক্ষিত কোচ, প্লাটফর্ম সম্প্রসারণ, আন্ডারপাস প্রভৃতি বিষয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Site Admin | March 27, 2025 9:00 AM
যাত্রীদের আরামদায়ক ও সুবিধাজনক ভ্রমণের জন্য শিয়ালদা ডিভিশনের DRM দীপক নিগম ডিভিশনের কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।
