মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 29, 2025 12:08 PM

printer

যমুনা নদীতে বিষ প্রয়োগের দাবি নিয়ে বিজেপি ও কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আম-আদমী পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছে।

এক সাক্ষাৎকারে যমুনা নদীতে বিষ প্রয়োগের দাবি নিয়ে বিজেপি ও কংগ্রেসের  অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আম-আদমী পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছে। তাঁর বক্তব্যের স্বপক্ষে তথ্য প্রমাণ দিয়ে আজ রাত আটটার মধ্যে কেজরিওয়ালের জবাব চেয়েছে কমিশন।

এব্যাপারে দিল্লির জল পর্ষদের রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। তাদের বক্তব্যে যমুনায় বিষ প্রয়োগের কোন উল্লেখ নেই। শ্রী কেজরিওয়ালের অভিযোগের বাস্তব ভিত্তি থাকতে হবে বলে কমিশন জানিয়েছে। এধরনের মন্তব্য সমাজের বিভিন্ন গোষ্ঠী, প্রতিবেশী রাজ্যে বসবাসকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে। এছাড়াও জলের প্রকৃত ঘাটতির কারণে আইনশৃঙ্খলা পরিস্হিতির অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন