মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 26, 2024 11:27 AM

printer

যথাযথ ধর্মীয় উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব আজ দেশজুড়ে পালিত হচ্ছে।

যথাযথ ধর্মীয় উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব আজ দেশজুড়ে পালিত হচ্ছে। ভক্তরা ভগবান কৃষ্ণের পূজার জন্য বিভিন্ন মন্দিরে ভিড় করছেন। উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনে ভগবান কৃষ্ণের জন্মতিথি উদযাপনের জন্য মন্দিরগুলিতে বিপুল জনসমাগম হয়েছে। ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরায় বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, ইসকন মন্দির এবং শ্রী কৃষ্ণ জন্মভূমি মন্দির সহ হাজার হাজার মন্দিরকে সুসজ্জিত করা হয়েছে।   

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ ও বিদেশের  সমস্ত ভারতীয় নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, এই আনন্দের উৎসব আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দৈব আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে। তিনি সমস্ত নাগরিককে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রেম, ভালবাসা, জ্ঞান এবং ন্যায়ের প্রতীক। তিনি দেশবাসীকে ভগবান শ্রীকৃষ্ণের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষ্যে দেশবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন