মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 18, 2024 11:01 AM

printer

যত দিন না তাদের  সব দাবি মেনে নেওয়া হচ্ছে তত দিন এই  আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট  জানিয়েছেন।

যত দিন না তাদের  সব দাবি মেনে নেওয়া হচ্ছে তত দিন এই  আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট  জানিয়েছেন।  আর জি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় গতকাল সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানির পর তাঁরা জেনেরাল বডি বৈঠকে বসেন। পরে গভীর রাতে এক সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে  তাদের তরফ থেকে আলোচনার পথ সব সময় খোলা রয়েছে। যত দ্রুত এর সমাধান করা যায় তাঁরা সেটাই চান।

জুনিয়র ডাক্তাররা এও বলেন  সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে তাদের দাবি কতটা ন্যায়সঙ্গত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁরা  স্বাস্থ্য ভবনের  সামনেই থাকবেন।    

 আন্দোলনকারী ডাক্তারেরা আরও জানান, তাদের আন্দোলন আর পাঁচ দফা দাবির স্বচ্ছতা বহু অগ্নিপরীক্ষার সম্মুখীন হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আন্দোলন কে ব্যবহারের চেষ্টা, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ও  আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে বারবার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজির  সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের  পাঁচদফা দাবির  আংশিক কয়েকটি পূরণও হয়েছে। কিন্তু তাদের চতুর্থ এবং পঞ্চম দফা  এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে  যে দাবি ছিল তা নিয়ে তাঁরা  ফের আলোচনায় বসতে চান বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ জন্যে সকালের মধ্যে লিখিত দাবিপত্র পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। তাঁরা  কাজে ফিরতে চান,  এবং অতি দ্রুততার সঙ্গে এই অচলাবস্থা কাটুক সেটাও তাদের কাম্য বলে আন্দোলনকারীরা স্পষ্ট উল্লেখ করেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন