মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 29, 2024 6:46 PM

printer

মৎস্যজীবীদের মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে ৩১শে আগস্ট পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর আজ সকালে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরী হয়েছে। আগামীকালের মধ্যে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর উত্তর অন্ধ্র ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে এটির গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা।
এর প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও, ঝোড়ো বাতাসের দাপটে, সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে ৩১শে আগস্ট পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা গভীর সমুদ্রে রয়েছেন, আজকের মধ্যে তাঁদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন