মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 2, 2024 8:18 PM

printer

মৌসুমী বায়ু, স্বাভাবিক সময়ের ছয় দিন আগে দেশের সর্বত্র প্রবেশ করলো।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের বাকী অংশে পৌঁছে গেছে। এর ফলে, মৌসুমী বায়ু, স্বাভাবিক সময়ের ছয় দিন আগে দেশের সর্বত্র প্রবেশ করলো।

পূর্ব বিহার ও সংলগ্ন জায়গায় এক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকে, উত্তর-পশ্চিম বিহার থেকে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত অঞ্চল হয়ে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অংশ এবং পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় আরো দুটি ঘূর্ণাবর্তের অবস্থানের জন্য দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারি থেকে অতিভারি বৃষ্টির লাল সতর্কতা , দুই দিনাজপুরে কমলা ও মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  

হিমালয় সংলগ্ন উত্তরের জেলাগুলিতে আগামীকাল ভারি থেকে অতি ভারি বৃষ্টির কমলা সতর্কতা ও দুই দিনাজপুর এবং  মালদায় ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  

উত্তরবঙ্গে বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে।

এদিকে, তিস্তা, জলঢাকা, সংকোশ ও তোর্সা নদীর জলস্তর বাড়বে। নীচু জায়গাগুলিতে জল জমার ও কিছু জায়গায় হড়পা বানের সম্ভাবনা ।

রাতভর প্রবল বৃষ্টিতে মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতে লিস নদির বাঁধ ভেঙে বিস্তীর্ন এলাকা জলমগ্ন।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।  দুই ২৪ পরগণা , মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলায় আগামীকাল ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন