মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 28, 2025 1:42 PM

printer

মৌনি অমাবস্যা উপলক্ষে আগামীকাল প্রয়াগ রাজের মহাকুম্ভে পুন্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

মৌনি অমাবস্যা উপলক্ষে আগামীকাল প্রয়াগ রাজের মহাকুম্ভে পুন্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সামগ্রিক নিরাপত্তার খাতিরে স্থানীয় প্রশাসন পর্যাপ্ত পরিকল্পনা কার্যকর করেছে। মেলা চত্বরে ৩২৮ টি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত ক্যামেরা সহ তিন হাজারের মত সি সি টিভি ক্যামেরা রয়েছে। ৫০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে আছেন আধা সামরিক বাহিনীর সদস্যরাও। ড্রোনের মাধ্যমে জলের তলদেশের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য এই প্রথম ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও মৌনি আমাবস্যার ভিড়ের কথা মাথায় রেখে চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো হয়েছে। ৮০ জন আয়ুষ চিকিৎসকের একটি দলও কুড়িটি ওপিডি কেন্দ্রে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন