মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 25, 2025 12:54 PM

printer

মৌনি অমাবস্যায় অমৃত স্নানকে উপলক্ষ করে আগামী ২৯ তারিখ মহাকুম্ভ মেলায় ১০কোটি মানুষের সমাগম হবে বলে উত্তর প্রদেশ সরকার অনুমান করছে

মৌনি অমাবস্যায় অমৃত স্নানকে উপলক্ষ করে আগামী ২৯ তারিখ বুধবার প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় কমপক্ষে ১০ কোটি মানুষের সমাগম হবে বলে উত্তর প্রদেশ সরকার অনুমান করছে। সমগ্র ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে এবং ভীড় ও যান চলাচল নির্বিঘ্ন রাখার জন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। মহাকুম্ভ মেলাকে ভাগ করা হয়েছে ৫ টি জোন এবং ২৫ টি সেক্টরে । আকাশবানীর সংবাদদাতা জানিয়েছেন, স্নান সারার পর নিজেদের সেক্টরে যাতে পুণ্যার্থীরা ঠিকঠাক ভাবে পৌছে যেতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসনের আধকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। স্নানের সুবিধার্থে গড়ে তোলা হয়েছে ১২টি স্নান ঘাট। থাকছে জলে ব্যারিকেড, ওয়াচ টাওয়ার, উন্নত আলোর ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচালয় ইত্যাদি। মোতায়েন রয়েছে জল পুলিশ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন