মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল লিগ শিল্ড জয় করেছে। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান ১-০ গোলে ওডিশা এফ সি-কে হারিয়ে দু ম্যাচ বাকি থাকতেই লিগ শিল্ড জিতে নিয়েছে। খেলার অন্তিম মুহূর্তে দিমিত্রি পেত্রাতোস গোল করেন। মোহনবাগান ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পরপর দুবার এই খেতাব জয় করলো।
Site Admin | February 24, 2025 8:56 AM
মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল লিগ শিল্ড জয় করেছে।
