মোহনবাগান,কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে। হাওড়ার ডুমুরজলার অ্যাস্ট্রো টার্ফ হকি মাঠে আজ ফাইনালে মোহনবাগান ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে অর্জুন শর্মা, এস কার্তিক, রাহুল মউসিন গোল করেছেন। ইস্টবেঙ্গলের জামির একটি গোল শোধ করেন।মোহনবাগানের অভ্রণ সুদেভ সর্বাধিক গোলদাতার পুরস্কার পেয়েছেন। তিনি সাতটি গোল করেছেন। ইস্টবেঙ্গলের অতুল দীপ লীগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
মোহনবাগান তিন লাখ এবং ইস্টবেঙ্গল কে দুই লাখ টাকা অর্থ পুরষ্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রাক্তন হকি অলিম্পিয়ান গুরবক্স সিং,ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী, হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় উপস্থিত ছিলেন।
Site Admin | March 23, 2025 8:54 PM
মোহনবাগান,কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে। হাওড়ার ডুমুরজলার অ্যাস্ট্রো টার্ফ হকি মাঠে আজ ফাইনালে মোহনবাগান ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে।
