মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 15, 2024 5:54 PM

printer

মেয়েদের রাত দখল কর্মসূচির মধ্যেই আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

মেয়েদের রাত দখল কর্মসূচির মধ্যেই আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। আরও ২৬ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে। গতরাতের ঘটনায় চিকিৎসক ও পুলিশের ওপর আক্রমণ এবং সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।
এদিকে, পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই-এর একটি দল আজ ফের আর জি কর হাসপাতালে গেছে। গতকালও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ফরেন্সিক ও মেডিকেল টিমকে সঙ্গে নিয়ে অকুস্থল ঘুরে দেখেন।
সিবিআই এর যুগ্ম অধিকর্তা ভি চন্দ্রশেখরের নেতৃত্বে সিবিআই-এর চার আধিকারিকের আরও একটি দল আজ পানিহাটির নাটাগড়ে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যান। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। প্রায় এক ঘন্টা পর বেশ কিছু নথি নিয়ে তারা বেরিয়ে যান।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ আর জি কর হাসপাতালে যান। ধর্না মঞ্চের সামনে গিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসক ধর্ষন ও খুন এবং দুর্বৃত্ত হামলার বিচারের আশ্বাস দেন তিনি। এরপর ডক্টর বোস, জরুরি বিভাগের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এদিকে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস এসোসিয়েশন, গতকালের এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের আশ্বাস মেলায় কর্মবিরতি থেকে পিছু হটেছিলেন তাঁরা। কিন্তু মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীন হাসপাতালে দুর্বৃত্তদের এই হামলায় তারা হতবাক। তাই ফের কর্মবিরতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সগঠনের সদস্যরা।
ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনও এই ঘটনার নিন্দা করে বলেছে, কর্তৃপক্ষের গাফিলতিই এর জন্য দায়ী। সব রাজ্যের শাখা সংগঠনের সঙ্গে এই নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে আই এম এ।
এইমসের শিক্ষকদের সংগঠন- FAIMS, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সুনিশ্চিত করতে বলেছে।
অন্যদিকে, ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজও সমাজের বিভিন্ন অংশের মানুষ মুখর। আর জি করে আজ নার্সিং কর্মীরা নিরাপত্তার দাবিতে অধ্যক্ষ সুহৃতা পালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান।
দুষ্কৃতি হামলার প্রতিবাদে এস ইউ সি আই কমিউনিস্ট আগামীকাল ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে। এস এফ আই, ডি ওয়াই এফ আই সহ বিভিন্ন বাম সংগঠন আজ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজন করছে।
সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গতরাতে আর জি করে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছেন। শাসক দল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজের সঙ্গে যুক্ত বলে তাঁর অভিযোগ।
আর জি কর কাণ্ডে প্রকৃত দোষীকে খুঁজে বের করা এবং উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলনরত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আজ হাসপাতাল চত্বরে মিছিল করেন।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মালদা শাখার উদ্যোগে আজ শহর জুড়ে কালো ব্যাচ পড়ে মিছিল করেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন