মেয়েদের অষ্টম জুনিয়ার এশিয়া কাপ হকি প্রতিযোগিতা আজ ওমানের মাস্কটে শুরু হচ্ছে। দশটি দল এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। পুল এ-তে ভারতের সঙ্গে রয়েছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ।
অন্যদিকে, পুল বি-তে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীনা তাইপেই, হংকং ও শ্রীলঙ্কা।
ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যোতি সিং, সাক্ষী রানা সহ অধিনায়ক। ভারত আগামীকাল তাদের প্রথম ম্যাচ খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে। ভারতীয় দলে আছেন এমন পাঁচ জন খেলোয়াড়, যারা গত মাসে এশীয় চ্যাম্পিয়ান্স ট্রফি প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য ছিলেন।
ফাইনাল হবে ১৫ই ডিসেম্বর। এই জুনিয়ার এশিয়া কাপ হল চিলিতে ২০২৫–এর এফআইএইচ জুনিয়ার বিশ্বকাপে খেলার যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতা। এশিয়া কাপে প্রথম পাঁচটি দল আগামী বছর ঐ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।