মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তার লক্ষ্যে সরকার পি এম বিদ্যালক্ষী প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লীতে আজ মন্ত্রীসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানান, উচ্চ শিক্ষার জন্য পড়ুয়ারা ঋণের সুবিধা পাবেন। এতে তাদের কোনো রকম জমানত রাখতে হবে না। উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে অর্থনৈতিক সঙ্কট যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেই জন্যই সরকারের এই উদ্যোগ বলে তিনি জানান।
এদিকে, শ্রী বৈষ্ণো জানান, সরকার ভারতীয় খাদ্য নিগম বা এফ সি আইএর ১০ হাজার ৭শো কোটি টাকার ইক্যুইটি বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে। সংস্থার কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।