মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবিতে কলেজের অধ্যক্ষ, হাসপাতালের সুপার এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আজ ঘেরাও করেন ডাক্তারি পড়ুয়ারা।
এদিকে, জুনিয়র চিকিৎসকরা আংশিক কর্ম বিরতি পালন করলেও হাসপাতালের পরিষেবায় বিশেষ কোনো প্রভাব পড়েনি।
অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার আজ মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা মুখ্য স্বাস্হ্য আধিকারিক সহ অন্যান্য স্বাস্হ্যকর্তাদের সঙ্গে ঐ হাসপাতালেই বৈঠক করেন। কলেজ থেকে বেরোনোর সময় ডক্টর মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে জুনিয়ার চিকিৎসকরা তাঁদের দাবির কথা জানান।