মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 15, 2025 1:53 PM

printer

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনের পর তাদের তৈরি আরো ১৪ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনের পর তাদের তৈরি আরো ১৪ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের যেসব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা, ব্লক এবং মহকুমা হাসপাতালে বর্তমানে এই সমস্ত ওষুধ মজুদ রয়েছে, সেগুলি বাতিল করে দিতে হবে। এরমধ্যে সাতটি ওষুধ এখন থেকে অন্য সংস্থা সরবরাহ করবে। বাকি ওষুধ হাসপাতালগুলিকে খোলা বাজার থেকে কিনে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এর জন্য সরকার প্রয়োজনীয় অর্থ দেবে বলেও জানানো হয়েছে।

এদিকে, ওষুধের গুণমানের ওপর নজরদারির জন্য যে সব সংস্থা সরকারি হাসপাতালে আয়ুর্বেদ, ইউনানী এবং সিদ্ধা সরবরাহ করে, তাদের সাত দিনের মধ্যে এ সংক্রান্ত তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন