মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 24, 2025 9:39 PM

printer

মেট্রো রেল, নোয়াপাড়া ও জয় হিন্দ বিমানবন্দর করিডরের সাত কিলোমিটার অংশে আজ সাফল্যের সঙ্গে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালিয়েছে

মেট্রো রেল,  নোয়াপাড়া ও জয় হিন্দ বিমানবন্দর করিডরের সাত কিলোমিটারের বেশি অংশে আজ সাফল্যের সঙ্গে পরীক্ষামূলক ভাবে আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চালিয়েছে। জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির উপস্থিতিতে দুপুর ১২টা ৯মিনিটে নোয়াপাড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে একটি ট্রেন।  যাত্রাপথের চারটি স্টেশন পেরিয়ে ১২টা ৩১মিনিটে তা যাত্রা শেষ করে। ফিরতি পথে ট্রেনটি জয় হিন্দ স্টেশন থেকে ১টা ৫৭ মিনিটে যাত্রা শুরু করে দুপুর ২টো ২১মিনিটে নোয়াপাড়া পৌঁছয়।

উল্লেখ্য কবি সুভাষ বিমান বন্দর করিডর এই করিডরের সঙ্গে  বিমানবন্দর স্টেশনে সংযোগ স্থাপন করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন