মেট্রো রেল আগামীকাল থেকে দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে পরীক্ষামূলক ভাবে সকাল ও সন্ধ্যায় ৭’টি আপ ও ৭’টি ডাউন সহ মোট ১৪ টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৯ টা থেকে ১১ টা এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে।
ওই সময়ের মধ্যে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের মধ্যে যাত্রীরা ৬ মিনিট অন্তর ট্রেন পরিষেবা পাবেন। তবে, নোয়াপাড়া থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এর শেষ ট্রেন পরিষেবা রাত ৯ টা ৩৩ মিনিটের পরিবর্তে ৯ টা ২৮ মিনিটে হবে।
সোম থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ ও দমদম থেকে স্পেশাল মেট্রো পরিষেবা যথারীতি রাত ১০ টা ৪০ মিনিটে পাওয়া যাবে বলে মেট্রো রেল সূত্রের খবর।