মেট্রো রেলের ব্লু লাইনে গতকাল অত্যাধুনিক Dalian রেক চালু হয়েছে। MR -504 ও MR 512 এই দুটো রেক যাত্রা শুরু করে নোয়াপাড়া স্টেশন থেকে সকাল ১১টা ৫৮মিনিট ও দুপুর ১২টা ৩৫মিনিটে এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছায় যথাক্রমে দুপুর ১২টা ৫৬মিনিট ও ১টা ৩৯মিনিটে। ফিরতি পথে দুপুর ১টা ১মিনিট ও ১টা ৪১মিনিটে ছেড়ে দক্ষিণেশ্বর যথাক্রমে দুপুর দুটো ৫ ও দুটো ৪৫ মিনিটে পৌঁছায় বলে মেট্রো রেল সূত্রের খবর।
Site Admin | March 29, 2025 12:16 PM
মেট্রো রেলের ব্লু লাইনে অত্যাধুনিক Dalian রেক চালু হয়েছে।
