মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতাদের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং যৌথ সংসদীয় কমিটির চেয়ারপার্সন জগদম্বিকা পালের সঙ্গে সাক্ষাৎ করে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর প্রতি সমর্থন জানিয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসিরুদ্দিন চিশতি।
ওয়াকফ বোর্ড সারা দেশে মুসলিমদের জন্য সমস্যা তৈরি করছে বলে প্রতিনিধি দলটি কিরেন রিজিজু এবং জগদম্বিকা পালকে অবহিত করেন। যৌথ সংসদীয় কমিটির ওপর পূর্ন আস্থা রেখে তাঁরা বলেন, এই সমস্যার নিরসনে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁরা আশাবাদী। ওয়াকফ বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আনার ওপর গুরুত্ব দিয়ে প্রতিনিধি দলটি, মসজিদ সংক্রান্ত বিষয়গুলির সুষ্ঠু পরিচালনায় একটি পৃথক ‘দরগাহ বোর্ড’ গঠনেরও দাবি জানায়।