মুর্শিদাবাদে হিংসার ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মহিলা কমিশন। এই তদন্ত কমিটির নেতৃত্বে থাকছেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। কমিটির সদস্যরা মুর্শিদাবাদের হিংসা প্রভাবিত এলাকায় গিয়ে আক্রান্ত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন। জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গেও তাঁরা বৈঠক করবেন। মালদাতেও যাবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কথা বলবেন মুর্শিদাবাদের ঘটনার জেরে এই জেলায় আশ্রয় নেওয়া মহিলা ও অন্যান্য প্রভাবিতদের সঙ্গে। কোন পরিস্থিতি ওই ঘটনা ঘটেছে এবং পুলিশ-প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তাও খতিয়ে দেখবে কমিটি।
Site Admin | April 16, 2025 3:50 PM
মুর্শিদাবাদে হিংসার ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মহিলা কমিশন।
