মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 13, 2025 8:46 AM

printer

মুর্শিদাবাদে হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন

মুর্শিদাবাদ জেলায় হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল এরাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার তাঁকে জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের সক্রিয়তার কারনে দেড়শোরো বেশি গ্রেপ্তার হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছে বিএসএফ।
এদিকে, গোবিন্দ মোহন জানিয়েছেন, মুর্শিদাবাদে প্রায় ৩০০ বিএসএফ জওয়ান ছাড়াও রাজ্য সরকারের অনুরোধে আরও ৫ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। তিনি রাজ্য প্রশাসনকে অন্যান্য সংবেদনশীল জেলাগুলিতেও নজর রাখার এবং প্রয়োজনে দ্রুত উপযুক্ত পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রও পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছে বলে তিনি জানিয়েছেন। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন