মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 19, 2025 12:09 PM

printer

মুর্শিদাবাদে যাওয়ার আগে রাজ্যপাল গতকাল মালদার বৈষ্ণবনগরের পারলালপুরের ত্রাণ শিবির ঘুরে দেখেন

মুর্শিদাবাদে যাওয়ার আগে রাজ্যপাল গতকাল মালদার বৈষ্ণবনগরের পারলালপুরের ত্রাণ শিবির ঘুরে দেখেন। হিংসার জেরে সেখানে আশ্রয় নেওয়া ঘরছাড়ারা  তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান ও প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দেন। তাদের অভাব অভিযোগ খতিয়ে দেখে রাজ্যপাল,  সব রকমের সহায়তার’ও আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, গণতন্ত্রে এই  ধরনের অবস্থা কখনই মেনে নেওয়া যায় না। মানুষ আতঙ্কে বাস করবেন, তা হতে পারেনা।

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদে হিংসাত্মক আন্দোলনের সময় নিজেদের জীবন বাঁচাতে  যারা   গ্রাম ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী মালদা জেলায় আশ্রয় নিয়েছিলেন,  সরেজমিনে তাদের  পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন  এবং জাতীয় মহিলা কমিশনের দুটি প্রতিনিধি দল ও  গতকাল মালদা সফর করে। 

 মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় দল বৈষ্ণবনগরের পারলালপুরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার  পরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে চার সদস্যের একটি দল ত্রাণ শিবির পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মহিলাদের সঙ্গে কথা বলেন।

শ্রীমতী রাহাতকর জানান, আক্রান্ত মহিলা ও শিশুরা কষ্টের মধ্যে রয়েছেন এবং পরিস্থিতি বেশ গুরুতর।  নিগৃহীত মহিলারা যে  আতঙ্কে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেই তিনি বুঝতে পেরেছেন বলে  উদ্বেগ   প্রকাশ করে শ্রীমতী রাহাতকর, তা নিরসনে সবরকমের ব্যবস্হা নেওয়া হবে বলেও আশ্বাস দেন।

প্রতিনিধি দলের সদস্য অর্চনা মজুমদার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ষড়যন্ত্র করা হয়েছে।সেখানকার বর্তমান পরিস্হিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,  গৃহহীনরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে মানবিক আচরণ পাচ্ছে না এবং পুলিশ সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন