মুর্শিদাবাদ জেলায় এবার আলুর উৎপাদন বিগত ১৫ বছরের রেকর্ড ছাড়িয়েছে। অধিক উৎপাদনে প্রতিদিন আলুর দাম নীচে নামায় উদ্বেগ ক্রমশ বাড়ছে কৃষকদের। আলু চাষি ও ব্যবসায়ীদের দাবি, বিঘা প্রতি যেখানে গড় আলুর ফলন ৫০ কুইন্টাল, এবছর তা হয়েছে ৬০ থেকে ৭০ কুইন্টাল। জেলায় এবার প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। জেলার ৮টি হিমঘরে আলুর ধারণ ক্ষমতা ৭১ হাজার মেট্রিক টন। স্বভাবতই উপচে পড়ছে হিমঘরগুলি।
Site Admin | March 11, 2025 7:50 PM
মুর্শিদাবাদে আলুর উৎপাদন বিগত ১৫ বছরের রেকর্ড ছাড়িয়েছে
