মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুর পরে বেতবোনা গ্রামে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে ছিলো কেন্দ্রীয় বাহিনী। কমিশনের সদস্যদের দেখেই কান্নায় ভেঙে পড়েন নির্যাতিত গ্রামের মহিলারা, আক্রান্ত বাসিন্দারা। কার্যত তাঁদের পায়ে ধরে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্পের অনুনয় করতে থাকেন। অকপটে খুলে বলেন তাঁদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতন ও হিংসার ঘটনাগুলি। যন্ত্রণা ও অত্যাচারের মাত্রা উপলব্ধি করে, কেন্দ্রীয় সমস্ত ব্যবস্থাপনা, ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক গ্রামবাসীদের পাশে আছে বলে নাতিদীর্ঘ প্রকাশ্য বক্তব্যে আশ্বস্ত করেন চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর।
Site Admin | April 19, 2025 9:37 PM
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুর পরে বেতবোনা গ্রামে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।
