রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের উপর যে হামলা হয়েছে তা বর্বরোচিত। রাজ্যপাল হিসাবে তিনি যথাযথ জায়গায় তাঁর রিপোর্ট জমা দেবেন। আজ মুর্শিদাবাদের হিংসাদীর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করে কলকাতা ফিরে যাবার আগে বহরমপুর কোর্ট স্টেশনে সাংবাদিকদের কাছে রাজ্যপাল একথা বলেন।
এদিন রাজ্যপাল জাফরাবাদে হিংসার শিকার, নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান। তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়েন নিহত বৃদ্ধের স্ত্রী। রাজ্যপালের কাছে সাহায্যের আর্তি জানান মৃতদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের উপর আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা রাজ্যপালের কাছে অভিযোগ জানান। রাজ্যপালের সঙ্গে উপস্থিত রাজভবনের কর্মীরা আক্রান্তদের সঙ্গে কথা বলে তাদের ফোন নম্বর সংগ্রহ করেন। তার কাছে গ্রামের বাসিন্দারা বিএসএফ-এর স্থায়ী ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন।
এদিকে, বেতবোনা গ্রামের বাসিন্দারা রাজ্যপালের অপেক্ষায় থাকলেও পুলিশ সেখানে তাঁকে দাঁড়াতে দেয়নি বলে অভিযোগ। প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ দেখালে রাজ্যপাল কনভয় ঘুরিয়ে সেখানে ফিরে আসেন। আক্রান্তদের সঙ্গে কথা বলে তাদের সবরকম সাহায্যের আশ্বাস দেন রাজ্যপাল।
অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আজ সকালে সামশেরগঞ্জের রতনপুর এবং পরে বেতবোনা গ্রামে যায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর ঘুরে দেখেন তারা। গ্রামের মহিলা সহ অন্যান্যরা কমিশনের সদস্যদের দেখেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়ভাবে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প নির্মাণের অনুরোধ জানান তাঁরা।
দলের সঙ্গে থাকা বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী বলেন, বিএসএফ-এর স্থায়ী ক্যাম্প করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে।
জাফরাবাদে নিহত বাবা ও ছেলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও আজ মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকা ঘুরে দেখছেন। এর আগে মালদাতেও তারা পারলালপুর হাইস্কুলে মুর্শিদাবাদ থেকে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন। পরে কমিশনের সদস্য বিজয়া ভারতী সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
পারলাল পুর হাইস্কুলে শরণার্থী শিবিরে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আক্রান্তদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন। তাদের অভিযোগ গুলিও নথিভুক্ত করেন তিনি।
Site Admin | April 19, 2025 9:15 PM
মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মন্তব্য করেছেন। এদিন, অশান্ত এলাকাগুলি পরিদর্শনের করে তিনি বলেন বিষয়টি নিয়ে উপযুক্ত জায়গায় রিপোর্ট জমা দেওয়া হবে।
