মুম্বাইয়ের কাছে এক নৌকা দুর্ঘটনায় আজ সন্ধ্যায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। রায়গড় জেলার উরানের কাছে এলিফ্যান্টা গুহায় যাওয়ার পথে একটি ব্যক্তিগত ফেরি নৌকা ডুবে গেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস জানিয়েছেন, নিহত ১৩ জনের মধ্যে ১০ জন সাধারণ মানুষ এবং বাকি তিনজন নৌবাহিনীর সদস্য। অপর দু’জন গুরুতর আহত হয়ে নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেবেন্দ্র ফাডনাভিস জানান নৌবাহিনীর একটি দ্রুতগতির নৌকার সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, নৌবাহিনী, উপকূল রক্ষী বাহিনী এবং সামুদ্র পুলিশ উদ্ধারকাজে তৎপরতা চালাচ্ছে। তিনি জানান আগামীকাল সকালের মধ্যে সব খবর পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা অনুদান দেবার কথাও ঘোষণা করেন দেবেন্দ্র ফড়নাভিস।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।