মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 30, 2024 12:03 PM

printer

মুম্বইয়ের নেভি চিল্ড্রেন স্কুলে ১৭ বছরের ছাত্রী কাম্য কার্তিকেয়ন ৭টি মহাদাশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহন করে নতুন নজির সৃষ্টি করেছে

মুম্বইয়ের নেভি চিল্ড্রেন স্কুলে ১৭ বছরের ছাত্রী কাম্য কার্তিকেয়ন ৭টি মহাদাশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহন করে নতুন নজির সৃষ্টি করেছে। কাম্য কনিষ্ঠ মহিলা পর্বতারোহী যে আফ্রিকার কিলিমাঞ্জারো, ইউরোপের এলব্রুস, অস্ট্রেলিয়ার কোস্কিউস্কো, দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া, উত্তর আমেরিকার ডেনালি, এশিয়ার এভারেস্ট এবং আন্টার্টিকার ভিনসেন্ট শৃঙ্গ জয় করেছেন।  ১৬ বছর বয়সে কাম্য এভারেস্ট অভিযানে সফল হন। তাঁর এই সাফল্যে ভারতীয় নৌবাহিনী তাঁকে এবং তাঁর বাবা কম্যান্ডার এস কার্তিকেয়নকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী কার্তিকেয়ন কাম্যর সঙ্গে ভিনসেন্ট পর্বত আরোহন করেন। ২০২১ সালে কাম্য রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কারে সম্মানিত হন। প্রধানমন্ত্রী মন কি বাত বেতার অনুষ্ঠানেও কাম্যর কথা উল্লেখ করেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন