মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 9, 2024 1:01 PM

printer

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে অপর দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ডক্টর এস এস সান্ধু সহ ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে গেছেন।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে অপর দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ডক্টর এস এস সান্ধু সহ ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে গেছেন। ওই অঞ্চলে  নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ করার বিষয়ে কমিশনের দায়বদ্ধতা কেই তুলে ধরেছে তাদের এই সফর।

নির্বাচন কমিশনের প্রতিনিধি দল গতকাল, জাতীয় এবং রাজ্য পর্যায়ের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের মূল্যবান দৃষ্টিভঙ্গি উদ্বেগ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় তারা যাতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারেন সেই লক্ষ্যে এই পদক্ষেপ।
আজ তারা মুখ্য সচিব এবং পুলিশের মহা নির্দেশকের সঙ্গে চূড়ান্ত দফার বৈঠকে মিলিত হবেন এরপর নির্বাচন কমিশনের দলটি জম্মুতে গিয়ে আইন বলবতকারী বিভিন্ন এজেন্সির সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং সবশেষে মিলিত হবেন সাংবাদিকদের সঙ্গে বৈঠকে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন