মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লন্ডন সফরে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল নবান্নে বিদেশ মন্ত্রকের অনুমোদন সংক্রান্ত চিঠি পৌঁছেছে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। রাজ্যে শিল্পে বিনিয়োগ আনতে এমাসের শেষ সপ্তাহে ব্রিটেন যাচ্ছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানকার পড়ুয়া ও গবেষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখবেন। ২১ শে মার্চ তিনি দুবাই হয়ে লন্ডন পৌঁছবেন। ২৫ তারিখ শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ২৭ শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা। ২৯ তারিখ তিনি কলকাতায় ফিরবেন।
Site Admin | March 13, 2025 9:22 AM
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লন্ডন সফরে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার।
