মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 21, 2025 5:18 PM

printer

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মালদায় সরকারী বিভিন্ন পরিষেবা উপভোক্তাদের প্রদান করছেন।

তিন জেলা সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মালদায় 

সরকারী পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে তিনি উপভোক্তাদের বিভিন্ন পরিষেবা প্রদান করছেন।

এর আগে মুখ্যমন্ত্রী দুষ্কৃতি আক্রমণে নিহত তৃণমূল কংগ্রেস কাউন্সিলার দুলাল ওরফে বাবলা সরকারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান। গতকাল মালদায় পৌঁছেই তিনি যান দুলাল সরকারের বাড়িতে। কথা বলেন তাঁর স্ত্রী চৈতালির সঙ্গে । পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, এই খুনের ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, তাকে রেয়াত করা হবে না।

এদিকে, মুখ্যমন্ত্রীর সরকারী সভার প্রাক্কালে মুখ্য সচিব মনোজ পন্থ আজ হাবিবপুর ব্লকে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রথমে তিনি যান, আই

আইহো কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে। তার পর কৃষ্ণনগর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে টেলিমেডিসিন এবং গর্ভবতী মায়েদের সবরকম পরিষেবা খতিয়ে দেখেন। সেখানে নিজের স্বাস্হ্যও পরীক্ষা করান মুখ্য সচিব।

আইহো বক্সীনগরে হবিবপুর কৃষি উৎপাদন সংস্হা  ও বুলবুলচন্ডী ডাঙ্গাপাড়া স্কুলপাড়ার আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করেন। খতিয়ে দেখেন বিভিন্ন ব্যবস্হাপনা।

 পরে সংবাদিকদের কাছে মুখ্য সচিব সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।  

তিন জেলা সফরের শেষ পর্যায়ে আগামীকাল মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের মাদারিহাটে আর একটি সরকারী অনুষ্ঠানে যোগ দেবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন