তিন জেলা সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মুর্শিদাবাদের লালবাগে ১৪৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। জেলায় গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনার পাশাপাশি ওবিসি সংরক্ষণ বিল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। রাজ্যের তহবিলে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অস্থিরতা নিয়ে তিনি বলেন, রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকায় কিছু হলে পুলিশ তা কড়া হাতে মোকাবিলা করবে। সীমান্ত সংক্রান্ত দিকটি বিএসফকে তত্পরতার সঙ্গে জরে রাখার কথাবলেন তিনি।
মুর্শিদাবাদের পর মুখ্যমন্ত্রী আজ মালদায় যান। সেখানে দুষ্কৃতীদের হামলায় সম্প্রতি নিহত দলীয় নেতা দুলাল সরকারের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজি কর মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মালদায় পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম থেকেই তিনি অপরাধীর ফাঁসি দাবি জানিয়েছিলেন। অভিযুক্ত ফাঁসি হলেই মনকে সান্ত্বনা দিতে পারতেন। সিবিআই তদন্ত নিয়ে কোন মন্তব্য না করলেও কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার থাকলে এই মামলায় ফাঁসির সাজা হতো বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।