মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। গতকালই দু-দিনের সফরে ঝাড়গ্রামে পৌঁছন। তাঁর সঙ্গে আছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ।
মুখ্যমন্ত্রী আজ এই দিনটি উদযাপনের মঞ্চ থেকেই নব গঠিত ঝাড়গ্রাম জেলাশাসকের দফতরের দ্বারোদ্ঘাটন সহ ৩০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে
শিলান্যাস হবে ১২০ কোটি টাকার প্রকল্পের এবং উদ্বোধন হবে ১৮০ কোটি টাকার প্রকল্পের। এখান থেকেই মুখ্যমন্ত্রী, রাজ্যের অন্য জেলার জন্যও প্রায় ১০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।