বেশ কিছু সরকারি কর্মসূচী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সপ্তাহের শুরুতে দুদিনের সফরে পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন। আগামী সোমবার কলকাতা থেকে রওনা হয়ে তিনি মেদিনীপুর সার্কিট হাউস পৌঁছবেন। মঙ্গলবার শালবনীতে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেবেন তিনি। পাশাপাশি জিন্দাল শিল্পগোষ্ঠীর প্রস্তাবিত ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি তাপবিদ্যুৎ কেন্দ্রেরও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। দু হাজার একর জমির ওপর এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে। এই কেন্দ্রটি তৈরির জন্য জিন্দালরা ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঘোষণা করেছিল।
Site Admin | April 17, 2025 1:54 PM
মুখ্যমন্ত্রী দু’দিনের সফরে পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন আগামী সপ্তাহে।
