মিজোরামের উন্নয়নে অসম রাইফেলসের সদর দপ্তর আইজল শহর থেকে জোখাসাঙে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগত জানিয়েছেন। গতকাল আইজলের জোখাসাঙে অসম রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তর সেন্ট্রাল আইজল থেকে সরিয়ে নিয়ে আসার অনুষ্ঠানে তৃষা জোর দিয়ে বলেন এই পদক্ষেপ আইজল শহরের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং রাজ্যের উন্নয়নের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিজোরামের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে আইজল শহরের প্রাণকেন্দ্র থেকে অসম রাইফেলসের সদর দপ্তর ১৫ কিলোমিটার দূরে জোখাসাঙ্গে সরিয়ে নেওয়া হল। তিনি আরো বলেন গত ১০ বছর ধরে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের রাজ্যগুলির শক্তি এবং সংহতি বাড়াতে নিরন্তর কাজ করে চলেছে। পর্যটন থেকে প্রযুক্তি, খেলাধুলা থেকে মহাকাশ, কৃষি থেকে শিল্প উদ্যোগ, সব ক্ষেত্রেই মোদী সরকারের আমলে অভূতপূর্ব উন্নতি হয়েছে। ১৮৯০ সালে অসম রাইফেলস প্রতিষ্ঠার পর এই সিদ্ধান্ত ঐতিহাসিক বলে শ্রিশা জানান। দেশের অন্যাংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগেরও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অসম রাইফেলসের লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাকেরা এবং মিজোরাম সরকারের কমিশনার ও সচিব ভানলালদিনা ফনাইয়ের মধ্যে জমি সংক্রান্ত নথি আদান-প্রদান হয়। গতকালই শ্রী শাহ আইজল এসে পৌঁছেছেন তিনি রাজভবনে রাত্রি বাস করেন।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অসমে দেড়গাঁও-এ অত্যাধুনিক লাচিত বরফুকান পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন এবং অ্যাকাডেমির আবাসন প্রকল্পের শিলান্যাস করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসামে শান্তি ফিরে এসেছে এবং রাজ্যে দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত বন্দর, জাহাজ, জলপথ পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল বলেন, নতুন এই অত্যাধুনিক পুলিশ অ্যাকাডেমি, দেশের সেরা পুলিশ বাহিনী তৈরী করবে।