মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 30, 2025 5:55 PM

printer

মায়ানমারে মান্দালয়ের কাছে আজ ফের মাঝারি তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫’দশমিক এক।

মায়ানমারে মান্দালয়ের কাছে আজ ফের মাঝারি তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫’দশমিক এক। গত শুক্রবারে ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী কম্পন হিসেবেই আজকের এই ভূকম্পন হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা।
এদিকে, সাত দশমিক সাত তীব্রতার কম্পনে মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৬৪৪ । আহত বহু। ব্যাপক ক্ষতি হয়েছে উঁচু ভবন, সড়ক, সেতু, যোগাযোগ ব্যবস্থা এমনকি, দেশটির বিমান বন্দর’ও।
এদিকে, ‘অপারেশন ব্রহ্মা’-র আওতায় ভারত থেকে মানবিক সহায়তা নিয়ে দুটি জাহাজ, আনাদামান ও নিকোবর থেকে ইয়াঙ্গনের উদ্দেশে রওনা হয়েছে।
কারমুখ এবং LCU-52 নামে দুটি জাহাজে জামাকাপড়, পানীয় জল, খাদ্যদ্রব্য, ওষুধ সহ ৫২ টন সামগ্রী রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন