মায়ানমারে আজ দুপুরে পরপর দুটি বড় মাপের ভূমিকম্পে সে দেশ সহ থাইল্যান্ডে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। মায়ানমারের মান্দালয়ে ইরাবতী নদীর ওপর বিখ্যাত আভা সেতু ভেঙ্গে পড়েছে। বহু বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। সাগাইং এর কাছে ভূ পৃষ্ঠের দশ কিলোমিটার নীচে ছিল ৭ দশমিক ৭ তীব্রতার প্রথম ভূমিকম্পের উৎস স্থল। এর পর পরেই ৬ দশমিক ৪ রিখটার স্কেল তীব্রতায় আরো একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৯০০ কিলোমিটার দূরে থাইল্যণ্ডের রাজধানী ব্যাংকং এ তীব্র কম্পন টের পাওয়া যায়। নদী পুকুর এবং জলাশয়ের জল উপচে ওঠে। মায়ানমার থাইল্যান্ড ছাড়াও চীন, বাংলাদেশ ও ভারতের পুর্ব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও এই ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা থেকেও মৃদু কম্পন ও পুকুর জলাশয়ের জল কেঁপে ওঠার খবর পাওয়া গেছে।
Site Admin | March 28, 2025 2:10 PM
মায়ানমারে আজ দুপুরে পরপর দুটি বড় মাপের ভূমিকম্পে সে দেশ সহ থাইল্যান্ডে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে।
