মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মহম্মদ মুইজ্জু পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আজ নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, মালদ্বীপের রাষ্ট্রপতির এই ভারত সফর, সর্বাত্মক ও দীর্ঘদিনের এই দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও মজবুত করবে। সন্ধ্যায় বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, ডক্টর মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত মালদ্বীপ সম্পর্ক বৃদ্ধিতে তাঁর অঙ্গীকারের প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, আগামীকাল মালদ্বীপের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক দুদেশের মধ্যেকার মৈত্রীর সম্পর্ককে আরও জোরদার করবে।
নতুন দিল্লীতে আগামীকাল রাষ্ট্রপতি ভবনে ডক্টর মুইজ্জুকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। রাজঘাটে গিয়ে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনও করবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন।
মুইজু আগামী মঙ্গলবার আগ্রা ও মুম্বাই এবং বুধবার বেঙ্গালুরু সফর করবেন।