মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 6, 2025 2:14 PM

printer

মালদায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় চারজনেরমৃত্যু হয়েছে। আহত আরও চারজন।

মালদায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় চারজনেরমৃত্যু হয়েছে। আহত আরও চারজন। জেলার গাজোলে হিয়াঘর এলাকায় আজ ভোর সাড়ে ৫ টা নাগাদ একটিগাড়ি টোটোতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গাড়িটি গঙ্গারামপুরযাচ্ছিল। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিজামুদ্দীন শেখ নামে বছর৫৫-র এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুরাতন মালদার নারায়ণপুরে ১২ নম্বরজাতীয় সড়কে পাথরবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে জেসিবিতে ধাক্কা মারে। এরপরসেটি রাস্তার পাশে এক গাড়ির শোরুমে ঢুকে গেলে সেখানে প্রহরারত কর্মী চাপা পড়েন।ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জেসিবির চালক এবং লরিটির খালাসী সহ চালক আহত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন